করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবন, হৃগরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের
Odd বাংলা ডেস্ক: করোনা ঠেকাতে মরিয়া চেষ্টা করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু এরই মধ্যে উঠে এল এক মর্মান্তি খবর। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে ম্যালেরিয়া দমনকারী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করে প্রাণ হারালেন অসমের এক চিকিৎসক।
৪৪ বছর বয়সী উৎপলজিত বর্মন, একজন সিনিয়র অ্যানেথেসিস্ট হিসাবে বহুদিন ধরে কাজ করেছেন। করোনাভাইরাস প্রতিরোধে ম্যালেরিয়া দমনকারী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকরী হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কোনও দিক বিচার না করেই ওই চিকিৎসক এই ওষুধ সেবন করেন বলে খবর। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তবে ওষুধ খেয়েই তাঁর হার্ট অ্যাটাক হয়েছে কি না তা এখনও নিশ্চিত করে জানা যায় নি। তবে ওষুধ সেবনের পর তিনি তাঁরই এক সহকর্মীকে মেসেজ করে লেখেন যে, তাঁর শরীরটা অসুস্থ লাগছে। প্রসঙ্গত, অসম দেশের এমন একটা রাজ্য যেখানে এখনও একজনের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েনি, যা অত্যন্ত আশাব্যঞ্জক। কিন্তু তা সত্ত্বেও কেন করোনা প্রতিরোধের জন্য এমন সিদ্ধান্ত নিলেন, তা জানা যায়নি।
Post a Comment