ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরোল, মৃতের সংখ্যা বেড়ে ২১


Odd বাংলা ডেস্ক: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল এক হাজারের গণ্ডি। রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৩৭। এর মধ্যে শনিবার দেশের ১১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ২১।

মধ্যপ্রদেশে আরও ৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এঁদের নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯। এঁদের মধ্যে রয়েছেন ১৭ বছরের এক কিশোরী, যিনি উজ্জয়িনির বাসিন্দা। এএঁরা সকলেই ইন্দৌরের বাসিন্দা। হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া গিয়েছে তাতে বলা হচ্ছে এদের কারেওরই সাম্প্রতিক বিদেশ যাত্রার ইতিহাস নেই।

প্রসঙ্গত, দিনে দিনে এভাবেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে বিদেশ ভ্রমণের যোগ নেই এমন মানুষও আক্রান্ত হচ্ছেন করোনায়। যার জেরে কমিউনিটি ট্রান্সমিশান বা গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা যেন মাথা চাড়া দিয়ে উঠছে। আর এরই মাঝে করোনাভাইরাসের মধ্যে এই প্রথম মন কি বাত-এ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
Blogger দ্বারা পরিচালিত.