নিজের রেকর্ড নিজেই ভাঙল ইতালি, একদিনে মৃত্যু হল ৭৯৩ জনের!
Odd বাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসে থাবায় ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ১৮ মার্চ একদিনের রেকর্ড গড়েছিল ইতালি, কারণ সেইদিন করোনা আক্রান্ত হয়ে ৪৭৫ জন মারা যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। আর এবার নিজের রেকর্ড নিজেই ভাঙল ইতালি! আর এবার একদিনে করোনা আক্রান্ত হয়ে ৭৩৯ জনের মৃত্যু হল ইতালিতে।
আরও পড়ুন- করোনা: জানলা খুলে পোপ দেখলেন আজ আর আসেনি কেউ
এক মাস আগে যখন সেখানে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তার পর থেকেই সেদেশে মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে ১৯.৬ শতাংশ বেশি ছিল। করোনাভাইরাসে মৃত্যুর নিরিখে বৃহস্পতিবারই চিনকে ছাপিয়ে গিয়েছিল ইতালি। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, ইতালিতে সংক্রমণের সংখ্যা আগে ছিল ৪৭,০২১, যা বেড়ে গিয়ে হয়েছে ৫৩,৫৭৮। যা ১৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। একদিনে ৭৩৯ জনের মৃত্যু হওয়ায় ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৮২৫।
Post a Comment