মৃত্যুমিছিল অব্যাহত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ১৩,০০০!


Odd বাংলা ডেস্ক: করোনার আতঙ্কে সারা বিশ্বজুড়ে প্রায় এক বিলিয়ন মানুষ নিজেদের গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০। ইতালিতে একদিনে মৃত্যুর হার রেকর্ড মাত্রায় হওয়ায় সেখানকার কলকারখানা সমস্ত বন্ধ। 

ক্রমবর্ধমান মহামারীর কারণে বিশ্বজুড়ে ৩৫টি দেশ বাধ্য হয়েছে লকডাউন করতে। সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য সবই ব্যাহত হয়েছে। বিশ্বব্যাপী প্রায় ৩০০,০০০-এরও বেশি মানুষ সংক্রামিত হয়েছে। ইতালিতে পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে, যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০০-এরও বেশি- যা বিশ্বব্যাপী মোটের এক তৃতীয়াংশেরও বেশি। 

ইতিমধ্যে সংক্রমণ ছড়িয়েছে প্রায় ১৮৮টি দেশে। তবে সবচেয় কঠিন অবস্থা হয়েছে ইতালিতে। প্রতিনিয়ত যেভাবে মৃত্যুর হার বাড়ছে তাতে এই মৃত্যুমিছিল কোথায় গিয়ে থামবে তা নিয়েই সন্দিহান মানুষ। 


Blogger দ্বারা পরিচালিত.