ভারতীয়দের জয়, করোনা ঠেকাতে এবার বিশ্বকে করমর্দনের বদলে নমস্কারের পরামর্শ


Odd বাংলা ডেস্ক: চীন ছাড়িয়ে করোনাভাইরাস থাবা বসিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই করোনার সংক্রমণ রুখতে নিজের দেশের নাগরিকদের ভারতীয় অভিবাদন পন্থার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হ্যান্ডশেকের মাধ্যমে অভিবাদন জানানোর বদলে হাত জোড় করে ভারতীয় কায়দায় নমস্কার করার জন্য ইসরায়েলবাসীর কাছে আবেদন করেন তিনি।
বুধবার (৪ মার্চ) করোনাভাইরাস নিয়ে রিভিউ মিটিংয়ের পর সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সেখানে করোনা আটকাতে দেশবাসীর উদ্দেশে বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি। 
কিছু সহজ টিপসও দিয়েছেন। যেমন, করমর্দন এড়িয়ে চলার কথা। তার বদলে অভিবাদনের জন্য ভারতীয় পদ্ধতিতে হাত জোড় করে নমস্কার করার ওপরই আপাতত নির্ভর করতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

সেই বৈঠকে কীভাবে নমস্তে বা নমস্কার জানাতে হয় তাও করে দেখিয়েছেন তিনি। এছাড়া তিনি বলেছেন, ‘‘ইসরায়েলে করোনার সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন নীতিতেও পরিবর্তন আনছি ও সতর্ক নজর রাখছি।’’
Blogger দ্বারা পরিচালিত.