জনমানবশূণ্য ওড়িশার সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছে ৮ লক্ষ কচ্ছপ! পাড়ছে ডিমও


Odd বাংলা ডেস্ক:  করোনা আশীর্বাদ না অভিশাপ? আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে আপাতদৃষ্টিতে আপনার মনে হবে করোনা অভিশাপ। গৃহবন্দী দশা, কর্মব্যস্ততাবিহীন অলস দুপুর যেন আর কাটতেই চাইছে না। কিন্তু আপনার কাছে করোনা অভিশাপ হলেও, প্রকৃতির কাছে এটা যেন একটা আশীর্বাদ হয়ে উঠেছে। তেমনই এক অসাধারণ ছবি ধরা পড়েছে ওড়িশায়। 

জনমানবশূন্য ওড়িশার সমুদ্র সৈকতে হেঁটে চলে বেড়াচ্ছে প্রায় ৮ লক্ষ কচ্ছপ। কচ্ছপগুলি ওলিভ রিডলিস (Olive Ridleys) প্রজাতির। কচ্ছপগুলি ওড়িশার রুশিকুল্যা এবং গহিরমাথা সমুদ্র সৈকতে নির্দিধায় হেঁটে চলে বেড়াচ্ছে এবং ডিমও পাড়ছে। চলতি বছরে কচ্ছপগুলি প্রায় ছয় কোটি ডিম পাড়বে বলে অনুমান করা হচ্ছে। 

পাশাপাশি কচ্ছপগুলি বাসাও বানাচ্ছে। করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলি খাঁ খাঁ করছে। যার ফলে এইসব অবলা প্রাণীগুলির বিচরণে কোনওরকম সমস্যা হচ্ছে না। কচ্ছপগুলির ওপর নজরদারি চালাতে সমুদ্র সৈকতে নিয়মিত টহল দিচ্ছে বনবিভাগের দুটি নৌকো। 
Blogger দ্বারা পরিচালিত.