গরিব মানুষের জন্য ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: করোনা থাবায় জর্জরিত দেশের অর্থনৈতিক হাল। এরই মধ্যে দেশের আর্থিক হাল খানিকটা ফেরাতে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি।
পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য আগামী তিন মাস মাথা প্রতি ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী আরও বলেন, 'আমরা চাই না যে কোনও মানুষ ক্ষুধার্ত থাকুক।' তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গরীব কল্যান স্কিম প্রায় ১,৭০,০০০ কোটি অভিবাসী এবং গরীব মানুষকে সাহায্য করবে।
There will be Rs 50 lakh insurance per health care worker as a medical insurance cover for them for three months. Hopefully, we would be able to contain the virus in this period: Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/SaLbeXULZN— ANI (@ANI) March 26, 2020
পাশাপাশি এই আর্থিক সাহায্যের একটি বড় অংশ, দেশের গরিব মানুষের পাশাপাশি করোনা ও লকডাউনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত শিল্প-ব্যবসায়ী সংস্থাগুলিকে সরাসরি পাঠানো হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আর্থিক প্যাকেজ সম্পর্কে প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক সহমতে পৌঁছেছে।
Post a Comment