ভারতে করোনা লকডাউনের মধ্যেই দেদার বিকোচ্ছে কন্ডোম আর কনট্রাসেপটিভ পিল!
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে সারা দেশ জুড়ে লক ডাউন জারি করা হয়েছে। তবে জরুরী পরিষেবার আওতাভুক্ত হওয়ায় বাজারে শাক-সবজি, মুদি এবং ওষুধের দোকান খোলা। তাই একবার বেরিয়ে একসঙ্গে অনেকদিনের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে রাখার একটা প্রবণতা সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ক্লাব, পার্ক, সিনেমা হল-এর মতো বিনোদনের সুযোগগুলিল যখন পুরোপুরিভাবে বন্ধ তখন গত এক সপ্তাহে হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি।
রিটেইলাররা লক্ষ করেছেন গত এক সপ্তাহে কন্ডোম বিক্রির হার ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক ওষুধের দোকানের মালিকের কথায়, 'কি আর করা যাবে, মানুষ এখন গৃহবন্দি, ঘরে বসে একঘেয়ে হয়ে উঠেছে সবকিছু...অন্যান্য সময় মানুষ যেখানে একসঙ্গে ২-৩টি প্যাকেট কেনেন, সেখানে এক একজন ১০-২০ প্যাকেট কন্ডোম কিনছে।' আর এই দেখেই অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি ওষুধ বিক্রেতারা কন্ডোমের স্টকও ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন।
আর এক ওষুধ বিত্রেতার কথায়, যেদিন থেকে শপিং মলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, তখন থেকেই প্রায় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে কনট্রাসেপটিভ পিল এবং কন্ডোমের চাহিদা। তবে অবাক করা বিষয় দক্ষিণ মুম্বইতে পুরুষ দের থেকেও বেশি কন্ডোম কেনে মহিলারা। সেখানকার এক ওষুধের দোকা নের মালিকের কথায়, আজকাল অনেক গৃহিণীও কন্ডোম কিনতে আসছেন। যার ফলে অন্যান্য সময়ের তুলনায় বিক্রয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ শতাংশ মতো। তিনি আরও জানিয়েছেন, তিনি তাঁর অভিজ্ঞতায় কখনও এত কন্ডোম একসঙ্গে বিক্রি হতে দেখেননি। একটা ভাইরাস এসে যে কন্ডোম এবং কনট্রাসেপটিভ পিলের বিক্রি যে এই হারে বাড়িয়ে দিতে পারে, সেটা ভেবেই হতবাক ওই দোকানী।
Post a Comment