রাস্তায় পড়ে কফিন বন্দি দেহ, করোনা আতঙ্কে কবর দিতে যাচ্ছে না কেউ


Odd বাংলা ডেস্ক: আপনি বাঁচলে বাপের নাম। সেটাই বোধহয় প্রমান করছে এই চিত্র। ইতালির একটি গীর্জার বাইরে এভাবেই পড়ে আছে করোনায় মৃতদের দেহ। এবং প্রার্থনায় আসেনি কেউ।  একটি বিশেষ দল উপযুক্ত পোশাক পড়ে কবর দিচ্ছে সবাইকে।  করোনাভাইরাসের আক্রমণ বোধহয় চিনের চেয়েও মারাত্মক ভাবে প্রভাবিত করেছে ইতালিকে। যেভাবে অল্প দিনের মধ্যে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, তাতে এমন আশঙ্কা অমূলক নয়। শুধু সোমবারেই করোনা আক্রান্ত ৩৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ইতালিতে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৫৮ জন। এই অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এত রোগীর দেহ কোথায় রাখা হবে, তা নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। এত অস্বাভাবিক সংখ্যায় মৃত্যুকে সামাল দেওয়ার পরিকাঠামো নেই সে দেশের।

খোলা রাস্তায় পড়ে মৃতদেহ

Blogger দ্বারা পরিচালিত.