করোনাকালে কেমন আছেন কলকাতার চিনারা?
বিক্রম পাঠক: বাপ-ঠাকুরদা চিন থেকে এসেছিল আমরা কোনও দিন চিনে যায়নি। অথচ এখন সবাই এমন ভাবে তাকাচ্ছে যেন আমরাই করোনা নিয়ে এসেছি। বাড়ির আশপাশে যে বাঙালিরা থাকেন তাঁরা কার্যত আমাদের দেখলেই মুখ ভেঙিয়ে ভুরু কুঁচকে তাকাচ্ছে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সিস লেপচা (Francis Yee Lepcha)। সম্প্রতি লেপচা নিজে পুরী গিয়েছিলেন বেড়াতে। সেখানে যাওয়ার সময় তাঁর দুর্বিসহ অভিজ্ঞতা হয়েছে। সে জানাচ্ছে ট্রেনের বাকি যাত্রীরা তাঁকে করোনা, ওই ভাইরাস, বলে টোন টিটকিরি করছিল। তাই বাধ্য হয়ে সে একটি টিশার্ট পরে ফেসবুকে ছবি দেয়। এই টিশার্টে লেখা ছিল আমি কলকাতার বাসিন্দা কোনও দিনও চীন যায়নি। সেই ছবি এখন রীতিমতো ভাইরাল।
অন্যদিকে ইয়ংচি ট্যাংরার চাইনা ঠাউনে থাকেন, একটি মোমোর দোকান চালান তিনি। মহিলা হওয়া সত্ত্বেও তাঁকেও এই ধরনের ঘটনার সম্মুখিন হতে হয়েছে। তিনি বলেছেন কয়েকদিন আগে যখন বাজার করতে গিয়েছিলেন ইয়ংচি তখন তাঁকে উদ্দেশ্য করে দোকানদার বলে এই তোমরাই যত নষ্টের গোড়া। তোমাদের এখানে থাকতে দেওয়া উচিত নয়।
ট্যাংরার আরেক বাসিন্দা, তিনি আবার চিনা বংশোদ্ভুত নন। তিনি নেপালের বলছেন মঙ্গোলিয়ান চেহারার মানে ছোট ছোট চোখ, বোঁচা নাকের সমস্ত মানুষকেই উদ্দেশ্য করা হচ্ছে এই সমস্ত টোন টিটকিরিতে। আমার প্রতিবেশী বাঙালি পরিবার আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন শেষ ভারত-চীন যুদ্ধের সময়ও তাঁর বাবাকে এই ধরনের অবস্থায় পড়তে হয়েছিল। কিন্তু বর্তমানে কলকাতার কাছে তিনি এটা আশা করেন না।
Post a Comment