বিশ্বের মধ্যে সর্বাধিক, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল
Odd বাংলা ডেস্ক: করোনার জাল যেন দ্রুত বিস্তার লাভ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শনিবার দুপুর ১টা পর্যন্ত পরিসংখ্যান বলছে মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ২৫৬ জন। সেখানে মৃতের সংখ্যা এই মুহূর্তে ১,৭০৪।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা যে আরও বাড়তে পারে সেই আশঙ্কাই করা হচ্ছে। তবে পরিস্থিতি জটিল হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম যুদ্ধকালীন ক্ষমতা প্রয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অর্থ সংকট দেখা দিয়েছে তার মোকাবিলা করতে ২ ট্রিনিয়ন ডলারের এমার্জেন্সি স্পেন্ডিং বিল সই করলেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি, সেখানে আক্রান্তের সংখ্যা মার্কিন মুলুকের থেকে কম হলেও সেখানে মৃতের সংখ্যা কিন্তু অবাক করা. ইতালিতে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৬,৪৯৮ এবং মৃতের সংখ্যা ৯,১৩৪।
Post a Comment