শ্রীনগর হাসপাতাল থেকে বেপাত্তা ২৬ করোনা সন্দেহভাজন


Odd বাংলা ডেস্ক: ওই রোগীরা হাসপাতালের বাইরে চলতে থাকা অবস্থান বিক্ষোভের সুযোগ নিয়ে কাজটি করেছে বলে জানা যায়। রোগীদের পরিবারের লোকের তাণ্ডবে শনিবার রণক্ষেত্রে পরিণত হল শ্রীনগরের সরকারি হাসপাতাল। সেই সুযোগে হাসপাতাল থেকে প্রতিবাদীদের ভিড়ে মিশে বেপাত্তা হয়ে যান, ২৬ রোগী। হাসপাতাল সূত্রে খবর, করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই ২৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এই ২৬ জন করোনা পজিটিভ কি না, তার জন্য রিপোর্টের অপেক্ষা করতে হবে। কিন্তু, তাঁদের মধ্যে কয়েক জনও যদি Covid-19 পজিটিভ হয়ে থাকে, তা হলে করোনার সংক্রমণ যে ভূস্বর্গে ভয়াবহ রূপ নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Blogger দ্বারা পরিচালিত.