করোনা: বাজারের মধ্যে থুথু ফেলেছে, তাই আরবে এক ব্যক্তির শিরচ্ছেদ


Odd বাংলা ডেস্ক: সৌদি আরবে মার্কেটে থুতু ফেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার শিরশ্ছেদও করা হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির একজন আইনজীবী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইলে একটি মার্কেটে গিয়েছিলেন ওই ব্যক্তি। 

সেখানে তিনি শপিং ট্রলিতে থুতু ফেলেন। এ অভিযোগে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি এমনটি করেছেন, তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। এমন একসময় তিনি এ অপরাধটি করলেন, যখন প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার। স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম আজেলের খবরে বলা হয়, বিপণিবিতানে থুতু ফেলা সৌদিতে বড় ধরনের অপরাধ। এ ধরনের কাজ ধর্মীয় ও আইনগতভাবে নিন্দনীয়।
Blogger দ্বারা পরিচালিত.