ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৭১৯, প্রাণ হারিয়েছেন ১৬ জন
Odd বাংলা ডেস্ক: দেরিতে হলেও ভারতে করোনার প্রকোপ পড়েছে। দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৬ মার্চ রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া খব অনুসারে সারা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হল ৭১৯ জন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের।
উত্তরপ্রদেশে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনার ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। যার ফলে সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৩। অন্যদিকে কাশ্মীরে আট মাস বয়সী এক শিশুর শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে খবর। এদিন সকাল থেকে নতুন করে দেশে ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ খুঁজে পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সারা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও হাত জোর করে সকলকে অনুরোধ করেছেন যাতে কেউ বাড়ির বাইরে না বেরোন। সেইমতো এদিন মুখ্যমন্ত্রী শহর কলকাতার পোস্তা এবং জানবাজার অঞ্চল পরিদর্শনে যান। নিজের হাতে ইঁটের টুকরো তুলে নিয়ে কেটে দিলেন লক্ষ্মণরেখা।
Post a Comment