করোনায় মড়ক লেগেছে ইতালিতে, মৃতের সংখ্যা ৭,৫০৩, প্রাণ হারাচ্ছেন চিকিৎসকরাও!


Odd বাংলা ডেস্ক: মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিসংখ্যান। ইতালির পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ আকার ধারণ করছে। সেখানে নতুন করে ৬৮৩ জনের মৃত্যু হয়েছে যার ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭,৫০৩। 

চিনা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ মিললেও করোনা প্রতিহত করতে পারছে না ইতালি, বরং প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি সামলে উঠতে পারছেন না চিকিৎসকরা। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন চিকিৎসকরাও। ইতিমধ্যে সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৩১ জন ডাক্তার।


ইতালির ২০টি অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বুধবার কেবল এই অঞ্চলেই মারা গিয়েছেন ২৯৬ জন। আর শুধু এ অঞ্চলেই মৃতের সংখ্যা বেড়ে দিয়ে হয়েছে ৪,৪৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩২,৩৪৬ জন। তবে পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,২৮১ জন।

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। তবে যাঁরা সেখানে এখনও সুস্থ তাদের বাইরে বেরোনোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়ির ওপর উড়ে বেড়াচ্ছে ড্রোন। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেনাবাহিনি। ঘর থেকে বাইরে পা রাখলেই ৫০,০০০ টাকা জরিমানা করা হচ্ছে। দিন কয়েক আগে ইতালি থেকে এক ভারতীয় তরুণী ভিডিও করে তাঁর অবস্থার কথা তুলে ধরেছিলেন। 
Blogger দ্বারা পরিচালিত.