একজনের মৃত্যুর পর করোনাভাইরাসকে মহামারি বলে ঘোষণা করল দিল্লি


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত করে ভারতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর জন্য দিল্লিতে জারি হয়েছে জরুরি অবস্থা। এখনও পর্যন্ত ৭৪ জন মানুষ করোনা সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যার মধ্যে ৫৬ জন ভারতীয় এবং বাকি ১৭ জন বিদেশি পর্যটক। এখনও পর্যন্ত ১৪ জন নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে কর্ণাটকের প্রথম করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নামে মহম্মদ হুসেন সিদ্দিকি, বয়স ৭৬ বছর। গত ৫ মার্চ তারিখে তিনি হাঁপানি এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

এযাবত কেবল করোনায় আক্রান্তের খবরই পাওয়া যাচ্ছিল বিভিন্ন রাজ্যে, আর এখন একজনের মৃত্যুর খবরে নড়েচড়ে বসেছে প্রশাসন। হরিয়ানাতেও করোনাভাইরাসের সংক্রমণকে মহামারি বলে ঘোষণা করেছে সরকার। সেখানে মোট আক্রান্তের সংখ্য়া ১৪ আক্রান্তেরা সকলেই বিদেশি পর্যটক। আপতকালীন ততপরতায় রাজ্যের নানা প্রান্তে ২৭০টি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.