প্রধানমন্ত্রীর জনতা কার্ফুয়ের ডাক উপেক্ষা করেই মসজিদে সমবেত হয়ে চলল নমাজ পাঠ!


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুর আবেদন উপেক্ষা করে নমাজ পাঠের জন্য এক বিশাল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিলেন মসজিদে। আগ্রা, আলিগড়-সহ পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদে শুক্রবার ২০ মার্চ এক বিরাট সংখ্যক মানুষ নমাজ পাঠে সমবেত হয়েছিলেন বলে জানা গিয়েছে। 

আলিগড়ের মুফতি খালিদ হামিদ জানিয়েছেন, মসজিদে নমাজ পাঠ কোনওভাবে বন্ধ করা যাবে না। তবে করোনা রুখতে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে তিনি আরও জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনে যাতে কম সংখ্যক মানুষ মসজিদে আসেন সেদিকে নজর দেওয়া হবে এবং বাকিরা যাতে বাড়ি থেকেই নমাজ পাঠ করেন সেই নির্দেশও জারি করা হবে। 

অন্যদিকে আগ্রা শহরের মুফতি মুদ্দাসর খান জানিয়েছেন, শরিয়ত কখনওই এই ধরণের পরিস্থিতিতে প্রার্থনা বন্ধের অনুমতী দেয় না। তবে মসজিতে জমায়েত হয়ে নমাজ পাঠের ক্ষেত্রে তাদের তরফেও যথেষ্ট সতর্কতামুলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.