করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টা ডিউটি, ইস্তফা দিলেন চিকিৎসক দম্পতি
Odd বাংলা ডেস্ক: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক এবং তাঁর চিকিৎসক স্ত্রী একসঙ্গে ইস্তফা দিয়েছেন। করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে ডিউটি দেওয়ায় তিনি এবং এর বিরোধীতায় তাঁর স্ত্রীও পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। প্রথমে হোয়াটসঅ্যাপে এবং পরে ই-মেল মারফত তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
চিকিৎসক দম্পতির এই সিদ্ধান্তকে মোটেই ভালভাবে নেয়নি কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্যসচিব ডাঃ নীতিন মদন কুলকার্নি তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিম সিংভূমের সিভিল সার্জেন ডাঃ মঞ্জু দুবে জানিয়েছেন, ডা অলোক তিরকে-কে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
ডা. দুবে জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের নির্দেশ মতো তিনি ডা. তিরকে-কে চব্বিশ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে বলেছেন। এর অন্যথা হলে তাঁর বিরুদ্ধে Jharkhand Epidemic Disease (Covid-19) Regulation-2020 and Epidemic Disease Act, 1897-এর অধীনে এফআইআর দায়ের করা হবে।
প্রসঙ্গত, মাত্র তিন দিন আগেই সরাকরি হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তিনি তাঁর স্ত্রী ডা. সৌম্যার অসুস্থতার কারণ ইস্তফা পত্রে ব্যাখ্যা করেছেন। তবে ডা. তিরকের দাবি তিনি অফিস রাজনীতির শিকার। অন্যদিকে তিনি এও দাবি করেছেন, রাজ্যের কোনও হাসপাতালেই পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই, এমনকী চিকিৎসকদের নিরাপত্তার জন্য কোনও প্রয়োজনীয় সরঞ্জামও নেই। তাই তিনি বাধ্য হয়েই ইস্তফা দিয়েছেন।
Post a Comment