ইরানে আটকে থাকা ২৫০জন ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেল


Odd বাংলা ডেস্ক: ইরানে প্রায় ২৫০-এরও বেশি ভারতীয়ের শরীরে মিলল নোভেল করোনা ভাইরাসের নমুনা। লাদাখের কার্গিল থেকে ৮০০ জনের একটি প্রতিনিধিদল ইরানে গিয়েছিল। গত ফেব্রুয়ারি থেকেই তারা সেখানে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে অধিকাংশই রয়েছেন হোটেলে। অনেকে আবার রয়েছেন ইরানের কোমেতে, যা কিনা করোনা ভাইরাসের আঁতুরঘর। 

কেন্দ্রের তরফে পুণে থেকে একদল চিকিৎসককে ইরানে পাঠানো হয়েছে। তাঁরাই সেখানে উপস্থিত ভারতীয়দের পরীক্ষা করে ২৫০ জনের শরীরে করোনার নমুনা পেয়েছেন। কার্গিলের আইনজীবী হাজী মোস্তফা জানান, ইরানে আক্রান্ত ভারতীয়দের মধ্যে তাঁর আত্মীয়রাও রয়েছেন। তিনি অভিযোগ করেন যে সরকারী অবহেলা সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে ২০০ জনেরও বেশি ভারতীয়কে ইরান থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল জম্মু ও কাশ্মীরের ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়া শিক্ষার্থী। ইরানে এখনও পর্যন্ত এই রোগে ৭০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং প্রায় ১৪,০০০ মানুষের মধ্যে এই রোগের নমুনা পাওয়া গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.