করোনা ছড়ানোর ভয়ে এসি কোচে কম্বল-পর্দা দেবেনা ভারতীয় রেল


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিহত করার জন্য এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব উপকূল রেলওয়ে শনিবার ঘোষণা করেছে, করোনা মোকাবিলায় রেল কর্তৃপক্ষের তরফে শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে কম্বল এবং পর্দা দেওয়া হবে না। 

দক্ষিণ -পূর্ব রেলওয়ের মুখপাত্র এদিন আরও ঘোষণা করেন যে, এসি কোচের তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যাতে রেলযাত্রীদের কম্বলের প্রয়োজন না পড়ে। তবে যদি চাহিদা থাকে তাহলে প্রয়োজনমতো কম্বল পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যাত্রীদের কম্বল প্রত্যাহার এনং পর্দা প্রত্যাহারের বিষয়টির ওপর স্থগিতাদেশ ততদিন জারি থাকবে, যতদিন না পরবর্তী নির্দেশিকা না আসছে। 

কোচের পাশাপাশি ট্রেনের টয়লেট ঘন ঘন পরিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে। নোভেল করোনাভাইরাস রুখতে ভুবনেশ্বরেও এসি কোচে পর্দা বা কম্বল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রেলের তরফে যাত্রীদের মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতামুলক প্রচারও চালানো হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.