করোনা সংক্রমণ ঠেকাতে 'পুল' পরিষেবা বাতিল করল অ্যাপ ক্যাব সংস্থা ওলা-উবের


Odd বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রায় ১১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এই মহামারি সংক্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিল অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবের। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ওলা-উবেরের 'পুল' বা 'শেয়ার কার' পরিষেবা। 
মোবাইল স্ক্রিনশট

শুক্রবার একটি বিবৃতি দিয়ে ওলার তরফে বলা হয়েছে, COVID-19-এর বিস্তার রোধ করতে তাঁদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত 'ওলা শেয়ার' পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে উবের-এর মুখপাত্রের তরফে বলা হয়েছে, 'আমরা যেসব শহরগুলিতে পরিষেবা প্রদান করি সেখানে করোনা ভাইরাসের বিস্তার রুখতে আমরা বদ্ধপরিকর।' 

প্রসঙ্গত, অ্যাপ ক্যাবের ক্ষেত্রে পুল বা শেয়ার অপশন ব্যবহার করে একসঙ্গে একের বেশি মানুষ এক সময়ে ওলা বা উবেরের পরিষেবা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে গাড়ির ভাড়াও অনেকটাই কম হয়। তবে ওলার তরফে আরও জানানো হয়েছে যে, সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উবেরের মুখপাত্র জানিয়েছেন, সরকারের পরামর্শ মেনে সাধারণ মানুষকে নিরাপদে রাখতেই এই ব্যবস্থা বাধ্যতামুলক করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.