প্রত্যেকদিন মাত্র ২ পেগই শরীরে এই ঘটনাটি ঘটায়


Odd বাংলা ডেস্ক: মদ্যপান একটি সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিকে চিকিৎসার মাধ্যমে সারানো মোটেও সম্ভব নয়। আমরা হামেশাই পোস্টার দেখি ‘গোপনে নেশা সারান’। কিন্তু সত্যিই কি এইভাবে নেশা ছাড়ানো যায় যদি নিজে থেকে মানুষ সচেতন না হয়। অনেক সময় অনেক গবেষণা বলে মেপে মদ্যপান নাকি শরীরের জন্য ভালো। কিন্তু এনিয়েও ভিন্ন মত রয়েছে। অনেকে বলেন তিনি মেপে মদ খান, মানে মাত্র দু পেগ। কিন্তু তাতে কি শরীরের কোনো ক্ষতি হয় না। মদ্যপানে প্রথমত লিভারের সমস্যা আসতে পারে। অ্যালকোহল শরীরে গেলে লিভার সিরোসিসের মত রোগ হতে পারে। মদ্যপান যে শুধু শরীরের ক্ষতি করে তা নয়, আপনার সংসারের ক্ষতিও করে। সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতি করে। মদ্যপানের ফলে ব্রেনের সার্কিট ক্ষতিগ্রস্থ হয়, যা ধীরে ধীরে আসক্তি বাড়িয়ে তোলে। মদ্যপান ছাড়ানোর জন্য সবার আগে মানুষিক চিকিৎসা দরকার। কি শহর কি গ্রাম, মদ খাওয়ার অভ্যাস বাড়ছে আমাদের দেশে।

 গত এক বছরে মাথা পিছু মদ্যপান ৪.৩ লিটার থেকে বেড়ে ৫.৯ লিটার হয়েছে। কিন্তু প্রশ্ন হল কতটা নিরাপদ এই মদ্যপান। চিকিৎসকদের মতে মদ্যপানের ফলে লিভারের সমস্যা হতে পারে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেড়ে যায়। ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ পঙ্কজ চতুর্বেদী বলেছেন মদ্যপানের কোনো নিরাপদ মাত্রা নেই। বিশেষজ্ঞ ডাক্তার ডঃ অতুল আম্বেদকর বলেছেন অতিরিক্ত মদ্যপানের কারনে শারীরিক ক্ষতি হতে পারে। তাহলে প্রশ্ন হল যারা মদ খান তাদের কি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মাপ বলে একটা কথা উঠে এসছে। কি সেটা ? বিয়ারের ৩৩০ মিলিলিটার, হুহিস্কির ক্ষেত্রে ৩০ মিলিলিটার আর ওয়াইনের ক্ষেত্রে ১৫০ মিলিলিটার স্ট্যান্ডার্ড মাপ। পুরুষদের ক্ষেত্রে সপ্তাহে ৬ থেকে ৭ স্ট্যান্ডার্ড মদ খাওয়া মন্দের ভালো, আর মহিলাদের ক্ষেত্রে তার মাপ পুরুষদের অর্ধেক। ডঃ চতুর্বেদী এও বলেছেন মদ্যপান করলে শরীরের এমন ক্ষতি হয় তা আর সেরে ওঠে না। অনেকে মনে করেন মেপে মদ্যপান করলে তা শরীরের ক্ষতি করে না, অতিরিক্ত করলেই বিপত্তি। কিন্তু অস্ট্রেলিয়ার মেলব্রোনের অ্যালফ্রেড হাসপাতালের চিকিৎসকের একটি দল গবেষণা করে জানিয়েছেন এধারনা একেবারেই ভুল। মেপে প্রাত্যহিক ২ পেগ মদও হৃদযন্ত্রের জন্য ক্ষতিকারক। চিকিৎসক দল আরও জানিয়েছেন, যারা অল্প মদ্যপান করে থাকেন তাদের তুলনায় মেপে মদ্যপান করা অনেক বেশি ক্ষতিকারক যা হৃদকম্পনকে অনিয়মিত করে দেয়।
Blogger দ্বারা পরিচালিত.