উত্তরবঙ্গে করোনায় মৃত মহিলার পরিবার ও চিকিৎসককে পাঠানো হল কোয়ারেন্টাইনে
Odd বাংলা ডেস্ক: রবিবারই রাজ্যের নতুন করে তিন জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। বাংলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১। গত ১৬ মার্চ তিনি চেন্নাই থেকে ফিরেছিলেন। চেন্নাইয়ে গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবেই তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা বাড়তে থাকে। এর পর তাঁর অত্যন্ত শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সবরকম লক্ষণই থাকায় তাঁর নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে। এর পর চিকিৎসায় সাড়া পাচ্ছিলেন না তিনি। রবিবার রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিকে মৃতার মেয়ে ও চিকিৎসককে হোমকোয়ারানটিনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment