বিশ্বের মধ্যে আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, আগের চেয়ে আরও পিছিয়ে গেল ভারত


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব জুড়ে করোনার ত্রাসে যখন আতঙ্কিত বিশ্ব, তখনই এক সুখবর নিয়ে এল রাষ্ট্রপুঞ্জের এক সংস্থা। প্রকাশিত হল বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা। আরও একবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করল ফিনল্যান্ড। এই প্রথমবার নয় এই নিয়ে তিনবার এককভাবে প্রথম স্থান দখল করল ফিনল্যান্ড। 

কোন কোন প্যারামিটারের ভিত্তিতে বিচার করা হয় যে, কোন দেশ কত বেশি সুখী? একটা দেশের দুর্নীতির হার, সামাজির সহযোগীতা, মানুষের ব্যক্তিস্বাধীনতা, আর্থিক বৃদ্ধির হার-এই সব বিষয়ের ওপর নির্ভর করে গোটা বিষয়টা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় সুইজারল্যান্ড, চার নম্বরে আইসল্যান্ড এবং পাঁচ নম্বর স্থানে রয়েছে নরওয়ে। 

তবে সুখীর তালিকায় আরও নীচের দিকে পিছিয়ে গিয়েছে ভারত। গত বছর এই তালিকায় ভারতের স্থান ছিল ১৩৩। এবার আরও দশ ধাপ পিছিয়ে গিয়ে ভারত এখন রয়েছে ১৪৪ নম্বরে। তালিকায় সবার শেষে অর্থাৎ ১৫৩ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান।
Blogger দ্বারা পরিচালিত.