বিশ্বকবির অপমান, অবশেষে FIR রোদ্দুরের বিরুদ্ধে
Odd বাংলা ডেস্ক: রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR দায়ের। বেলেঘাটা থানায় FIR দায়ের পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের। রবি ঠাকুরের গানে অশ্লীল শব্দের অভিযোগ ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে ।
রোদ্দুর রায়ের লেখা ও গাওয়া গান ঘিরে নানা সময়ে নানা বিতর্কে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর গানের 'কলি' পিঠে লিখে বসন্তোৎসবে অংশগ্রহণ করে কিছু পড়ুয়া। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবংপরে আটকও করা হয়। শেষে ক্ষমা চেয়ে নিলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ'সব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই খোদ রোদ্দুর রায়ের। বিধিবদ্ধ সমাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন লড়াই শুরু করতে তিনি নাকি ব্যস্ত।
Post a Comment