করোনার কবলে পড়া ইরানে অকাল বন্যা! বন্যায় প্রাণ হারিয়েছেন ১২জন, করোনায় মৃত ২,০৭৭


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের মাঝেই বন্যায় বিপর্যস্ত ইরান। আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ইরানের ১৯টি প্রদেশে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। যার ফলে আহত হয়েছেন আরও ১৭ জন। ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী মোহাম্মাদ ইসলামি বলেছেন, বন্যাদুর্গত এলাকাগুলিতে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার জলে আটকে পড়া মানুষের জন্য ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামতের কাজ দ্রুতগতিতে করা হচ্ছে বলেও জানান তিনি।

একেই প্রথম থেকে করোনাভাইরাসে আক্রান্ত ইরান। তার মধ্যে এমন আকস্মিক বন্যা পরিস্থিতি সেখানকার মানুষের দুর্ভোগে যেন এক নতুনমাত্রা যোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে।ইরানের যেসব প্রদেশে বন্যা দেখা দিয়েছে, সেগুলো হচ্ছে- পূর্ব আজারবাইজান, বুশেহর, চাহারমাহাল-বাখতিয়ারি, দক্ষিণ খোরাসান, খোরাসান রাজাভি, উত্তর খোরাসান, খুজিস্তান, সেমনান, সিস্তান-বেলুচিস্তান, ফার্স, কাজভিন, কোম, কেরমান, কুহকিলুয়েহ-বুয়েরআহমান, গুলিস্তান, গিলান, মাজান্দারান, মধ্যপ্রদেশ এবং হরমুজগান।

সূত্রের খবর, সারা দেশের ৬১টি শহর ও গ্রাম এবং ৯টি পাহাড়ি এলাকায় ১০০টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে জরুরি খাদ্য, ওষুধ ও ত্রাণ বিতরণ চলছে বলেও জানা গিয়েছে। ইরানে করোনা আক্রাম্ত হয়ে মারা গিয়েছে ২,০৭৭ জন মানুষ। এরই মধ্যে এমন অকালে বন্যা সেখানকার স্বাভাবিক জনজীবনে বিরিট আঘাত এনেছে। 
Blogger দ্বারা পরিচালিত.