ধীরে ধীরে লকডাউনের পথে শহর কলকাতা


Odd বাংলা ডেস্ক: ভারতে একটু একটু করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে প্রায় ৩৭০। রবিবার প্রধানমন্ত্রীর আবেদনে জনতা কার্ফুতে সামিল হয়েছিল সারা দেশ। এর এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কেন্দ্রের তরফে সুপারিশ জারি করা হয়েছে যে, শহর কলকাতাও যেন লক ডাউন করে দেওয়া হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। 


গড়িয়াহাটের ছবি রবিবার দুপুর ৩টের ছবি
প্রসঙ্গত, এদিন দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানে শহর কলকাতার পাশাপাশি ৭৫টি জেলা শহরকে লকডাউন করার কথা সুপারিশ করেছে কেন্দ্র। সেই মোতাবেক সোমবার বিকেল ৪টে থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন রাখার পথে এগোচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ু জনতা কার্ফু-এর সময়সীমা ভোর ৫টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.