ফুকোশিমার পারমানবিক কেন্দ্র আবার চালু করবে জাপান


Odd বাংলা ডেস্ক: টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি বা টেপকো এবং জাপান আণবিক শক্তি এজেন্সি একটি গবেষণাগার নির্মাণ করবে এবং ফুকুশিমা দাই ইচি পরমাণু কেন্দ্র অকেজো করে দেয়ার অংশ হিসাবে পরমাণু কেন্দ্রের জ্বালানির ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে দেখার কাজ ২০২৪ সালে ঐ গবেষণাগারে শুরু করা হবে।

২০১১ সালের দুর্ঘটনায় ঐ কেন্দ্রের তিনটি পরমাণু চুল্লি গলে গিয়েছিল। গলে যাওয়া পরমাণু জ্বালানি এবং চুল্লির কাঠামোগত অংশের এক মিশ্রণ হল ঐ ধ্বংসাবশেষ। উচ্চ পর্যায়ের তেজস্ক্রিয় এই ধ্বংসাবশেষ উদ্ধার এবং তা বর্জন করাকে, পরমাণু কেন্দ্রটি অকেজো করে দেয়ার সবচেয়ে কঠিন অংশ হিসাবে দেখা হচ্ছে।

আগামী বছর দুই নম্বর চুল্লি থেকে স্বল্প পরিমাণ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ শুরুর পরিকল্পনা করছে টেপকো। ওই গবেষণাগারের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত টোকিওর উত্তরে ইবারাকি জেলায় এজেন্সির এক স্থাপনায় নমুনা বিশ্লেষণ করে দেখা হবে।
Blogger দ্বারা পরিচালিত.