২১দিনের লকডাউনের মেয়াদ বাড়াবে সরকার? গুজবে কান না দিয়ে জনুন আসল সত্য


Odd বাংলা ডেস্ক: একাধিক মিডিয়ায় দাবি করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে, 'সরকার টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে, করোনার সংক্রমণ বিস্তার লাভ করছে কীভাবে তা দেখার জন্য। এরপরে লকডাউন আরও বাড়ানো হবে।' 

অন্য একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার লকডাউনটি বাড়ানোর বিষয়ে আলাপ-আলোচনা করছেন, কারণ সম্প্রতি অভিবাসী শ্রমিকরা যেভাবে দলে দলে বাড়ি ফেরার জন্য একত্রিত হয়েছে এবং খাদ্য ও আশ্রয়ের জন্য মরিয়া হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে।

সহজ কথায় বলতে গেলে, গুজব ছড়িয়েছে যে ২১ দিনের লকডাউন শেষ হলেই ফের লকডাউনেকর মেয়াদ বাড়াবে কেন্দ্র। কিন্তু এই গুজবকে ভুল এবং ভিত্তিহীন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব। তিনি এইসব রিপোর্ট অস্বীকার করে সরকারি গণমাধ্যমসংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো টুইট করেছে #PIBFactCheck হ্যাশট্যাগ দিয়ে। 
মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা আজ সকালে এই প্রতিবেদনটি অস্বীকার করেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে একটি সাক্ষাতকারে জানিয়েছেন, 'এ জাতীয় প্রতিবেদন দেখে আমি অবাক হয়ে গিয়েছি, লকডাউনের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই'।
Blogger দ্বারা পরিচালিত.