ভিন্ন ধর্মে বিয়ে করলেই পাওয়া যাবে টাকা
Odd বাংলা ডেস্ক: এখনও আমাদের দেশের অনেক জায়গায় ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে রয়ে গিয়েছে অনেক সমস্যা। কোনও কোনও ক্ষেত্রে ভিন্ন ধর্মে বিয়ে প্রাণ পর্যন্ত কেড়ে নেয়। এমনই গুরুতর সমস্যা সমাধানের জন্য এবারে এক অভিনব পদক্ষেপ নিল কেরালা সরকার। কেরালা সরকার এবারে নিয়ে আসলো “সুরক্ষিত ঘর” নামের একটি প্রকল্প। যেখানে ভিন্ন ধর্মে বিয়ে করা নব দম্পতিকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ঘর এবং সুরক্ষা।
কেরালার স্বাস্থ্য এবং সামাজিক ন্যায় মন্ত্রী কে কে শৈলজা জানান যে, এই পরিকল্পনায় তারা সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছে। এই নতুন প্রকল্পে নব বিবাহিত দম্পতি সরকারের দেওয়া বাস ভবনে ১ বছরের জন্য সুরক্ষিত থাকতে পারবে। এছাড়াও সরকার তাদের আর্থিক ভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানা গেছে।যেসব দম্পতির মধ্যে একজন পিছিয়ে পরা জাতির হলে তাকে দেওয়া হবে ৭৫ হাজার টাকা। এছাড়াও সরকার আরও কিছু বিশেষ সুবিধে প্রদান করেছে এই দম্পতিদের। যেমন ভিন্ন ধর্মে বিয়ে করা দম্পতিদের কেউ যদি সরকারি চাকরী করে তবে তার বদলির ক্ষেত্রে দেওয়া হবে বাড়তি নজর। যদিও এই ব্যাপারে সরকার বিভিন্ন NGO গুলোর সাহায্য চাইছেন। তবে খুব তাড়াতাড়ি এই যোজনা লাগু করতে চলেছে কেরল সরকার।
Post a Comment