হয়ে গেল সৃজিত-মিথিলার রিসেপশন, দেখুন ছবিতে
Odd বাংলা ডেস্ক: বিয়ে করেই চলে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। ফিরে এসে একেবারে অধিবর্ষের রাতেই রিসেপশন। লাল জওহরকোট এবং কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর মিথিলা পরনে ছিল লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না। তাতেই কিন্তু দিব্যি মানিয়েছিল ২জনকে। খুব সুন্দর দেখাচ্ছিল এই দুই তারকাকে।
oddbangla.com-এর সমস্ত দর্শকদের পক্ষ থেকে প্রিয় দুই তারকার জন্য রইল অসংখ্য শুভ কামনা।
Post a Comment