বিশ্বের অন্যতম রহস্যময় প্রাণীর সংখ্যা বাড়ছে ভারতে, সংখ্যা ১০০ ছাড়াল



Odd বাংলা ডেস্ক: বিশ্বের অন্যতম রহস্যময় প্রাণী বলা হয় তুষার চিতাকে। যা কিনা ক্রমশই বিপন্ন হওয়ার পথে। কিন্তু সাম্প্রতিক অতীতে হিমাচল প্রদেশে সেই প্রাণীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের রাজ্য দফতর এবং সংরক্ষণবিদদের প্রচেষ্টার ফলেই এই অসাধ্য সাধন করা গিয়েছে বলে খবর। 


হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় তুষার চিতাদের আনাগোনা বিশেষভাবে চোখে পড়েছে। হিমাচল বনদফতরের তরফে প্রকাশিত খবর অনুসারে হিমাচলে বর্তমানে ১০০টিরও বেশি তুষার চিতা রয়েছে বলে জানা গিয়েছে। তবে ওয়াইল্ড লাইফ উইং এবং ভারতের পরিবেশ সংরক্ষণ ফাউন্ডেশনের তথ্য অনুসারে লাহুন ও স্পিতি জেলার সাতটি অঞ্চলে মোট ৪৯টি তুষার চিতাকে চিহ্নিত করা গিয়েছে। চবে এই জরিপ এখনও জারি রয়েছে। মার্চ মাসের শেষ দিকে এর মূল রিপোর্ট পেশ করা হবে। 

প্রসঙ্গত, ২০১৬ সালের জরিপ অনুসারে এখানে ৬৭টি তুষার চিতার অস্তিত্বের খবর নথিভুক্ত করা হয়েছিল। বন্যপ্রাণ আধিকারিকদের মতে, এইসব অঞলে ঘন ঘন চিতাবাঘ দেখতে পাওয়া স্বাস্থ্যকর পরিবেশের লক্ষণ। 
Blogger দ্বারা পরিচালিত.