জ্ঞানপাপি: ভারতের এই মসজিদের নীচেও নাকি আছে হিন্দু মন্দির


Odd বাংলা ডেস্ক: জ্ঞানপাপিতে নতুন মন্দির নির্মাণ এবং হিন্দুদের উপাসনার অধিকার দেওয়ার জন্য ১৯৯১ সালে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদসহ অন্যান্য পক্ষ বিচারে ক্রস-পরীক্ষা করার পর, দুই পন্ডিত এরই মধ্যে মারা গেছেন। বিচারের প্রতিনিধিত্ব করছেন প্রাক্তন জেলা সরকার আইনজীবী বিজয় শঙ্কর রাস্তোগি। যদিও এই সম্পর্কে এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে কোনও বিশেষ রিপোর্ট মেলেনি। রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কাশী এবং মথুরার মতো বিষয়গুলি এখন আর সংঘের এজেন্ডায় নেই বা সংঘও এই বিষয়ে কোনও প্রচার বা পরিকল্পনা করছে না। তবে বিপরীতে, ভিএইচপি এখন কাশী, মথুরার মতো বিষয়গুলিতে মনোনিবেশ করা শুরু করেছে। তাদের মতে এই মসজিদ গুলির নিচ থেকেও মন্দির উদ্ধার প্রয়োজন। 

তথ্যসূত্র: ফ্রন্টলাইন (Frontline Magazine)
Blogger দ্বারা পরিচালিত.