বাজারে তীব্র আকাল, চিন্তা কীসের, বাড়িতেই বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার, জেনে নিন পদ্ধতি


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে বাজারে দেখা মিলছে না প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার। অনলাইনেও প্রচুর দামে বিকোচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। তবে বেশিরভাগ জায়গাতেই হ্যান্ড স্যানিটাইজার আউট অব স্টক। তবে হাত সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্যানিটাইজার খুবই প্রয়োজনীয়। তবে চিন্তা নেই কয়েকটি উপকরণের সাহায্যে বাড়িতেই তৈরি করে নিতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। 

এর জন্য যা যা লাগবে- 
  • আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ (যা যেকোনও হার্ডওয়্যারের দোকানেই কিনতে পাওয়া যায়। তবে ৯১ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার চেষ্টা করুন।)
  • গ্লিসারিন বা অ্যালোভেরা জেল
  • আপনার পছন্দসই এসেনশিয়াল অয়েলও।


কীভাবে বানাবেন-
  • ২/৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের নিয়ে তার সঙ্গে ১/৩ কাপ পরিমাণে গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। সঙ্গে পছন্দের কোনও এসেন্সিয়াল অয়েল মেশান ২চা চামচ।
  • এই তিন রকম উপাদান ভাল করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই তৈরি হ্যান্ড স্যানিটাইজার। এ
  • এবার একটি স্প্রে বোতলে এটি ভরে নিয়ে যখন ইচ্ছে ব্যবহার করুন, চাইলে সঙ্গে ক্যারও করতে পারেন। 
Blogger দ্বারা পরিচালিত.