আপনার শিশুকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচাতে, এইসব টিপস অবশ্যই মেনে চলুন



Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিনে দিনে বাড়ছে। রাজ্যে এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্য তথ্য হল একটি ৯মাসের শিশুর শরীরে করোনার ভাইরাস পাওয়া গিয়েছে। তাই আপনাদের জেনে রাখা ভাল যে এই কঠিন পরিস্থিতিতে আপনার শিশুকে সুরক্ষা দেবেন কীভাবে-

১) চকোলেট হোক বা ভাত- খাওয়ার আগে হাতে ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে দিন আপনার সন্তানের।  

২) মুখে হাত দেওয়ার অভ্যেস থাকলে তা আজই ছাড়ান। পারলে শাসন করুন।

৩) এইসময়ে একদম একেবারেই বাড়ির পাশের ছোট্ট বন্ধুদের সঙ্গে খেললে চলবে না। 

৫) যে সব শিশুর অ্যালার্জি থেকে হাঁচি-কাশি বা হাঁপানির সমস্যা আছে তাদের এইসময় একটু চোখে চোখে রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নিয়ে অ্যান্টি অ্যালার্জিক বা প্রিভেন্টিভ ইনহেলার ব্যবহার করুন।

৬) শিশুর মলত্যাগের পরও চাই বিশেষ পরিচ্ছন্নতা। সেইসঙ্গে প্রত্যেকবার টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি স্যানিটাইজ করে নিন।

৭) অনেক সময় বাচ্চারা মায়েরা আঁচল বা ওড়নায় মুখ-নাক মুছে নেয়। এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করতে হবে।

৮) খুব কম বয়সী শিশুরা হাতের কাছে যা পায় তা-ই মুখে দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারেও সাবধান হতে হবে বাবা-মাকে।

৯) হাল্কা খাবার যা সহজে হজম হয়, সেইরকমের খাবার বাচ্চাদের দিন। 

১০) বাইরে জরুরি প্রয়োজনে বেরোনোর হলে ফিরে এসেই বাচ্চাদের কাছে যাবেন না। আগে জামা-কাপড় বদলান। ভাল করে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপর বাচ্চার কাছে যান। 

মনে রাখবেন, আপনার সচেতনতাই কিন্তু আপনার শিশুকে সুস্থ রাখতে সাহায্য করবে। 
Blogger দ্বারা পরিচালিত.