বসন্তেও বাড়ে ত্বকের রুক্ষতা, তাই এইসময়ে ত্বকের চাই বিশেষ যত্ন, রইল টিপস


Odd বাংলা ডেস্ক: বসন্ত কালের ঝরা পাতা প্রকৃতির এক নির্জীব রূপ তুলে ধরে। ঠিক তেমনই ত্বকের রুক্ষতাও জানান দেয় যে প্রকৃতি তার নিজের রূপ পরিবর্তন করছে। আর সেই কারণেই এই সময়ে ত্বকের চাই বিশেষ যত্ন। রইল সহজ কিছু টিপস-

১)এই সময়টায় ত্বকের শুষ্কতা অনেকটাই বেড়ে যায়। তাই ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এমন ক্লিনজার ব্যবহার করুন, যেটা হাইড্রেটিং। 

২)সোপ-ফ্রি ফোম ক্লিনজার ব্যবহার করতে পারেন। মেকআপ তোলার সময়ও সাধারণ ওয়াইপ ব্যবহার না করে মেকআপ রিমুভাল অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন। এতে ত্বক অনেক বেশি আর্দ্র থাকবে।

৩)শীতের ভাব পুরোপুরি যায়নি, অথচ দিনের বেলায় একটা বিচ্ছিরি রকমের গরম, যার ফলে অনেকেই এইসময়ে স্লিভলেস টপ বা স্প্যাগেটি টপ বা নুড্‌ল স্ট্র্যাপ দেওয়া ড্রেস পরতে শুরু করেছেন। আর এই সময়েই যদি পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।

৪)বাইরে বেরোনোর অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করুন মুখের পাশাপাশি শরীরের অন্যান্য খোলা অংশেও। 

৫)মেকআপ করলে এসপিএফ-যুক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। অন্যান্য প্রোডাক্টও যদি এসপিএফ যুক্ত হয় তাহলে আরও ভাল। 

৬)চোখের যত্ন নিতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার ছাড়াও নিয়মিত আই ক্রিম লাগান। 

৭)রোদে বেরোলে অবশ্যই সানগ্লাস সঙ্গে রাখুন। 

৮)চোখে মেকআপ করলে রাতে বাড়ি ফিরে নারকেল তেল লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ম্যাসাজ করে মেকআপ তুলুন। 

৯)ওয়াইপস দিয়ে বেশি ঘষাঘষি করলে কিন্তু বলিরেখা পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

নিজেকে প্যাম্পার করতে ফলো করুন এই টিপস- 

  • সপ্তাহে দু’দিন স্লিপিং প্যাক লাগিয়ে ঘুমোবেন। 
  • মাড প্যাক লাগালে দেখে নিন, যাতে ত্বকে কোনও রকম ইরিটেশন হচ্ছে কি না। প্রয়োজনে বেশি করে গোলাপ জল দিন।
  • সকালে ময়েশ্চারাইজারের আগে কোনও একটা ভাল ব্র্যান্ডের সিরাম লাগান। 
  • রাতে নাইট ক্রিম লাগানোর আগে কোনও ফেশিয়াল অয়েল লাগাতে পারেন। 
Blogger দ্বারা পরিচালিত.