করোনা থেকে বাঁচতে বিষাক্ত অ্যালকোহল খেয়ে ইরানে প্রাণ হারাল প্রায় ৪৮০ জন!
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে মিথ্যা গুজবে কান দিয়ে নিজের বিপদ নিজেরাই ডেকে আনলেন ইরানের মানুষ। করোনার হাত থেকে বাঁচতে মিথানল খেয়ে প্রায় ৪৮০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। সেইসঙ্গে আক্রান্ত হয়েছেন প্রায় ১০০০-এরও বেশি।
প্রসঙ্গত, COVID-19-এর করাল গ্রাস গিয়ে পড়েছে ইরানের ওপরেও। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩২,৩৩২ জন এবং প্রাণ হারিয়েছেন ২,৪০০ জন! এই পরিস্থিতিতে করোনা নিরাময়ের জন্য যেকোনো উপায় খুঁজে বের করার মরিয়ে চেষ্টা চালাচ্ছিলেন ইরানের মানুষ। আর এরই মধ্যে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। ইরানি সংবাদমাধ্যমের মতে, মিথানল খাওয়ার ফলে প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছে।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্যকারী এক ইরানি চিকিৎসক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে এর মাত্রা আরও বেশি। তিনি জানিয়েছেন, ২৮৮০ জন অসুস্থ হয়ে মৃতের সংখ্যা ৪৮০ অনুমান করা হচ্ছে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকে তরফে জানানো হয়েছে,যে তাঁদের অ্যালকোহলজনিত বিষক্রিয়াজনিত মানুষের পাশাপাশি করোনভাইরাসে আক্রান্তদের নিয়েও লড়াই করতে হবে।
Post a Comment