আপনার কি ফাল্গুন মাসে জন্ম, তাহলে কেমন মানুষ আপনি, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: জ্যোতিষবিদদের মতে, মানুষের জন্ম মাস তাঁর ভাগ্য ও ব্যক্তিত্ব নির্ধারণে সাহায্য করে। একই ভাবে সেই ব্যক্তির আচার আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য সবই বলে দেওয়া যায় জন্মসময়, জন্মবার ও জন্মমাস দেখেই। ফাল্গুন মাসে জন্ম হলে সেই জাতক বন্ধুত্ব করতে খুব ভালবাসেন। এঁদের বন্ধুর সংখ্যা প্রচুর না থাকলেও যথেষ্ট সংখ্যক থাকে। 

এঁরা সাধারণের মধ্যে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে এঁরা সাধারণের কাছ থেকে অপমানিতও হন। এঁরা সব সময় নিজের থেকে কম সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষদের সঙ্গে মেলামেশা করতে বেশি পছন্দ করেন। এঁরা যে কোনও বিষয় পরিচালনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফাল্গুন মাসের জাতকরা নিজেদের সমস্ত কাজ একটু গোপন ভাবে করতেই বেশি পছন্দ করেন। 

এঁরা বেশ সুশ্রী ও লম্বা দেহের হন। যে কোনও বিষয়ে খুব বেশি চিন্তাশীল হন। জীবনে এঁদের প্রচুর পপিশ্রম করে বড় হতে হয়। জীবনে প্রথম দিকে অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে। তবে জীবনের মধ্য ভাগ থেকে এঁরা পরিস্থিতি সামলে উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হন। বেশ কম বয়সে এঁদের বিবাহ হয় এবং বিবাহিত জীবন বেশির ভাগ সময় অশান্তিতে কাটে। 

কাছের মানুষকে মনের কথা বোঝাতে এঁদের বেশ বেগ পেতে হয়। বিলাসী মনোভাব সংযত করতে না পারলে এঁদের পক্ষে জীবনে অর্থের মুখ দেখা অসম্ভব। অতিরিক্ত উদার ভাব কাটিয়ে উঠতে হবে। এঁরা স্বভাবে খুব বিনয়ী ও ভদ্র হন। যে কোনও কাজ বা কথা খুব ভেবেচিন্তে করেন। কোনও পরিস্থিতিতেই এঁরা অমর্যাদাপূর্ণ কাজ কখনও করেন না। তবে জন্মছকে গ্রহ দোষ থাকলে কখনও কখনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
Blogger দ্বারা পরিচালিত.