করোনা: বাড়ির পাশে হাসপাতাল, নার্সিংহোম থাকলে নিতে হবে বাড়তি সতর্কতা


Odd বাংলা ডেস্ক: যে সকল প্রতিষ্ঠান মেডিক্যাল বর্জ্য উৎপাদন করে থাকে, যদি সেসমস্ত প্রতিষ্ঠানে কাউকে যেতে হয় তাহলে নিম্নলিখিত বিষয়ে সচেতন থাকা জরুরি:


১) প্রতিষ্ঠানের কোনো দরজার হাতলে খালি হাতে না ধরা। যেন অবশ্যই অন্তত একটা কাগজ, টিস্যু অথবা কাপড় দিয়ে ধরা হয়। প্রতিবার ব্যবহারের পরে তা নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা পাত্রে ফেলতে হবে। কেউ যদি একবার ব্যবহার করা যায় এমন গ্লাভস ব্যাবহার করে তাহলে তা হবে উত্তম।

২) লিফটের বাটন এ খালি হাতে চাপ না দেয়া। অবশ্যই কোনো প্রতিরোধক বস্তু ব্যবহার করা।

৩) হাসপাতালে রোগী পরিদর্শনের সময়ে অহেতুক উপহার নিয়ে না যাওয়া। যেমন- কাঁচা ফুল বা কোনো কার্ড।

৪) রোগী পরিদর্শনের সময়ে চিকিৎসকের অনুমতি ব্যতিরেকে কোনো কিছু ব্যবহার না করা।



৫) প্রয়োজন ব্যতিরেকে হাসপাতালের কোনো কিছু স্পর্শ না করা।

৬) রোগীর কোনো জিনিস ব্যবহার না করা।

৭) রোগী পরিদর্শনের সময়ে কোনো বর্জ্য উৎপাদিত হলে তা পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে পরিষ্কার করিয়ে নেয়া।

৮) যে ধরনের বর্জ্য যে ধরনের বা রঙের পাত্রে সংরক্ষিত করতে বলা হয়েছে তা অবশ্যই মেনে চলা।

৯) হাসপাতাল বা রোগীর কোনো বর্জ্য পুনরায় ব্যবহার না করা বা রিসাইকেল না করা। যেমন- গজ, ব্যান্ডেজ, স্যালাইন ব্যাগ, সিরিঞ্জ, নিডল ইত্যাদি।

১০) হাসপাতালে অবস্থানকালে কিছু করার পর বা ধরার পর পরই হাত ধুতে হবে। হাসপাতাল থেকে বের হয়ে যেখানেই যাবেন, যেমন- বাড়িতে ঢুকে প্রথমেই হাত ধুয়ে নিতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.