ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৮, প্রাণ হারিয়েছেন ২০ জন!


Odd বাংলা ডেস্ক: ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এইভাবে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁতে কিন্তু খুব দেরি হবে না! শনিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৮ এবং মৃত্যু হয়েছে ২০ জনের। 

ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কেরলে, সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৬। কেরলে শনিবার প্রথম একজনের মৃত্যু হয়েছে। এরপরেই স্থান রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৬ জন, সেখানে মৃত্যুর সংখ্যা ৪ জন। এর পরেই রয়েছে কর্ণাটক, সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪ জন। পাশাপাশি মারা গিয়েছেন ৩জন। পশ্চিমবঙ্গে শুক্রবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ১৫জন, মৃত ১। 

অন্যদিকে, জলস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, করোনাভাইরাসের এপিসেন্টার এই মুহূর্তে আমেরিকা। আক্রান্তের নিরিখে চিন এবং ইতালিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। দিনের পর দিন ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।
Blogger দ্বারা পরিচালিত.