স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় একজনও করোনায় আক্রান্ত হননি পশ্চিমবঙ্গে


Odd বাংলা ডেস্ক: বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যেই এল সুখবর। গত একদিনে রাজ্যে নতুন করে আর কারওর শরীরে করোনার সংক্রমণ ধরা পরেনি বলে খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। তবে বর্তমানে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১৭ জন শহরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় যে ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল তার প্রত্যেকটি রিপোর্টই নেগেটিভ এসেছে বলে খবর। 

স্বাস্থ্যভবনের তরফে প্রকাসিত বুলেটিনে বলা হয়েছে, গত ১১ মার্চ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে মহামারি বলে আখ্যা দিয়েছে। তাদের তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৪৪ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৩৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনও পর্যন্ত রাজ্যে ৯ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়েছে।যাঁরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।


এখনও পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১০৮৯টি বেড তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্যভবনের তরফে। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে এই মুহূর্তে সকলকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ভবন। আগামী ১৪ তারিখ পর্যন্ত লক ডাউন ঘোষণা করা হয়েছে। গৃহবন্দী দশায় আপাতত এর থেকে স্বস্তির খবর আর কি বা হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.