গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ৪৪৬.৫২ কোটি টাকা!


Odd বাংলা ডেস্ক: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ব্যয় হয়েছে ৪৪৬.৫২ কোটি টাকা। বুধবার  বিদেশ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়-ব্যয়ের এই খতিয়ানই দেওয়া হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেছিলেন যে, এই খরচের মধ্যে প্রধানমন্ত্রীর চার্টার্ড ফ্লাইটের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

তার দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ সালে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণে খরচ হয়েছে ১২১.৮৫ কোটি টাকা। ২০১৫-১৬ সালে খরচ হয়েছে ৭৮.৫২ কোটি টাকা। ২০১৭-১৮ সালে বিদেশ সফরে ব্যায়ের পরিমাণ ৯৯.৯০ কোটি টাকা এবং ২০১৮-১৯ সালে ১০০.০২ কোটি টাকা ব্যয় হয়েছিল। আর ২০১৯-২০ বর্ষে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় হয়েছে ৪৬.২৩ কোটি টাকা। 
Blogger দ্বারা পরিচালিত.