লাল, নীল, নাকি সবুজ! আদতে কেমন দেখতে করনোভাইরাস, ছবি তুললেন বিজ্ঞানীরা


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের চেনা পরিচিত একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা সকলেই খুব স্বাভাবিকভাবে এই ছবিটিকে করোনাভাইরাসের আসল ছবি বলে মনে করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমেও করোনাভাইরাসের যে ছবি প্রদর্শিত হচ্ছে তা কিন্তু নেহাতই গ্রাফিক্যাল ইমেজ এবং গ্রাফিক ডিজাইনারের কল্পনা প্রসূত।

তবে এবার ভারতীয় বিজ্ঞানীরা প্রথম করোনাভাইরাসের আণুবিক্ষণিক ছবি তুলতে সমর্থ হয়েছেন। এবার সেই ছবিই এল প্রকাশ্যে SARS-CoV-2 virus (COVID19)-এর। ৩০ জানুয়ারি চিনের উহান ফেরত কেরলের এক ছাত্রীর নমুনা থেকে পাওয়া করোনা ভাইরাসের ছবি দেখেই বিশেষজ্ঞরা এই বিষয়ে নিশ্চিত হন, যে এটাই করোনা ভাইরাস।

দেখুন সেই আনুবিক্ষণীক ছবি-
Blogger দ্বারা পরিচালিত.