করোনা প্যানডেমিক রুখে দেওয়ার সবরকম ক্ষমতা রয়েছে ভারতের, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের সঙ্গে ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু ভারতের সেই ক্ষমতা রয়েছে করোনা প্যানডেমিককে রুখে দেওয়ার। করোনা মোকাবিলায় ভারতের ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান এদিন জানিয়েছেন, ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ দেশ। আর মারণাত্মক করোনাভাইরাস প্যানডেমিককে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। কারণ পূর্বে স্মল পক্স এবং পোলিওর মতো মহামারি মুছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল ভারত। নীরব এই দুই ঘাতক রোগ মোকাবিলায় বিশেষ ভুমিকা পালন করেছিল ভারত। সোমবার জেনেভায় আয়োজিন করোনা প্যানডেমিক সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান। 


প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন এবং কারফিউ। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯। প্রাণ হারিয়েছেন ১০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.