ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ১৩ লক্ষে! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
Odd বাংলা ডেস্ক: সারা দেশে একটু একটু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু আদতে ঠিক কতজন মানুষ ভারতবর্ষে করোনাভাইরাসে আক্রান্ত হতে চলেছেন। অনেকের মনেই কিন্তু এই ধরণের প্রশ্ন ঘুরে ফিরে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক গবেষণা করে দেখেছেন ভারতবর্ষে যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে তাতে করে প্রায় ১৩ লক্ষ মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরিসংখ্যান থেকে কার্যক অবাক হতে হয়।
তবে গবেষকরা মনে করছেন, ভারতবর্ষে আসল আক্রান্তের সংখ্যা কত তা ঠিক করে নথিভুক্ত করা হচ্ছে না, এর কারণ হিসাবে মনে করা হচ্ছে যে, কীভাবে পরীক্ষা করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষার ফল কতটা সঠিক! পাশাপাশি যেসব মানুষের শরীরে করোনার উপসর্গ নেই অথচ করোনার বাহক হতে পারেন, তাদের বার বার করে পরীক্ষা করা দরকার।
বিশেষজ্ঞের কথায় এখনও পর্যন্ত ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামুলক ভাবে কম। তবে আরও বেশি করে টেস্ট করাটা দরকার। তাহলে হয়তো আগে থেকেই গোষ্ঠী সংক্রমণ ঠেকানো সম্ভব। বিশেষজ্ঞরা আরও বলেন যে, প্রথমে কিন্তু ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বর্তমান ভারতের মতোই ছিল। কিন্তু আচমকাই সেখানে যেন বিস্ফোরণ ঘটে যায়। তাই এইভাবে ভারতে যদি পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা না করা হয় তাহলে ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
Post a Comment