দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭, ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন


Odd বাংলা ডেস্ক: ক্রমেই বাড়ছে দেশে করোনা আক্রান্তের মৃতের সংখ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। আর জনতা কার্ফু-এর দিন গুজরাতের সুরাতের হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৯ বছরের এর বৃদ্ধের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৭। এই নিয়ে জনতা কার্ফু-এর দিনই মৃত্যু হয়েছে তিন জনের ।

প্রাথমিকভাবে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু যতই সময় এগোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে জোড় কদমে। শেষ পাওয়া খবর অনুসারে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০-এ। শনিবার রাত ১২টার পর নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৪৫ জন।
সারা ভারত জুড়ে এইভাবে বাড়তে থাকা মৃতের সংখ্যায় কার্যত একটা আতঙ্কের পরিবেস সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যে থেকেও পড়ে পাওয়া সুখবরটি হল, করোনা আক্রান্ত ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

চিন, স্পেন, ইতালির মতো দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, সেই ছবি যাতে ভারতেও না তৈরি হয় তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এই পদক্ষেপে ব্যপক সাড়া মিলেছে। 
Blogger দ্বারা পরিচালিত.