লাফিয়ে বাড়ছে বেকারত্বের হার, গত চার মাসে ফেব্রুয়ারিতে বেকারত্বের হার সর্বোচ্চ


Odd বাংলা ডেস্ক: তরতরিয়ে বাড়ছে ভারতের বেকারত্বের হার। ফেব্রুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে গিয়ে হল ৭.৭৮ শতাংশ। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হল ফেব্রুয়ারি মাসের বেকারত্বের হার। প্রসঙ্গত, জানুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার ছিল ৭.১৬ শতাংশ। 

সোমবার মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে (সিএমআইই) প্রকাশিত তথ্য বলছে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে, ভারতে আর্থিক মন্দা কতখানি প্রভাব ফেলেছে। ২০১৯ সালের শেষ তিন মাসে ভারতের আর্থিক বৃদ্ধির হার গত ছয় বছরে সবচেয়ে ধীর গতিতে হয়েছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক অর্থনীতি অনেকটাই ব্যহত হয়েছে। যার প্রভাব এসে পড়েছে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির ওপরেও।


মুম্বাই-ভিত্তিক বেসরকারি সিএমআইই প্রকাশিত তথ্য অনুসারে, ভারতের গ্রামীণ এলাকায় জানুয়ারি মাসে বেকারত্বের হার ছিল ৫.৯৭ শতাংশ৷ ফেব্রুয়ারিতে তা বেড়ে গিয়ে হয়েছে ৭.৩৭ শতাংশ৷ শহরাঞ্চলে জানুয়ারি মাসে বেকারত্বের হার ছিল ৮.৬৫ শতাংশ৷ ফেব্রুয়ারিতে তা বেড়ে গিয়ে হয়েছে ৯.৭০ শতাংশ৷
Blogger দ্বারা পরিচালিত.