করোনা আতঙ্কের জের, প্রায় ৭০,০০০ বন্দিকে মুক্ত করল এই দেশ


Odd বাংলা ডেস্ক: দিনে দিনে কার্যত মহামারির আকার ধারণ করেছে মারণ করোনাভাইরাস। সারাবিশ্বে থাবা বসিয়েছে করোনা। চিনের পাশাপাশি আর যে দেশটি করোনায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে তা হল ইরান। ইরানে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে জেলবন্দিদের কয়েদ করে রাখা ঠিক হবে না বলে মনে করছে ইরান। আর সেই কারণে প্রায় ৭০ হাজার বন্দিকে মুক্ত করে দিয়েছে ইরান।

তবে এই মুক্তি সাময়িক নাকি চিরদিনের জন্য তা এখনও স্পষ্ট করে বোঝা যায়নি। ইরানের আইনমন্ত্রকের তরফে এই বিশাল সংখ্যক বন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইরানের আইন মন্ত্রকের প্রধান মহম্মদ ইব্রাহিম রাইসির তরউে জানানো হয়েছে, চিন দেশ থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাস যাতে ইরানে মহামারীর আকার ধারণ করতে না পারে সেইজন্যই আটক থাকা বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। 


বন্দিদের ছেড়ে দাওয়ার কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন, একসঙ্গে অনেকে যদি এক জায়গায় থাকেন তাহলে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় বলে মনে করছেন তাঁরা। তবে এইসব বন্দিদের ফের জেলে ফিরিয়ে আনা হবে কি না সেই নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.