শুরু জনতা কারফিউ, শূণ্য রাস্তা-ঘাট, জনমানবহীন কলকাতা
Odd বাংলা ডেস্ক: সকাল থেকে শূণ্য রাস্তা-ঘাট। কেউ বের হননি রাস্তায়। দেখ মিললো না সাধারণ পরিবহণেরও। কেউ কোথাও নেই। দূর-দূরান্তে দেখা মিললো কোনও মানুষেরই। ধর্মতলা, গড়িয়াহাট, রাসবিহারী ছিল একেবারেই শূণ্য।
অনেকেরই প্রশ্ন, ‘জনতা কার্ফু’ কি এক দিনই থাকবে, না কি দীর্ঘায়িত হবে? কারণ, এ দিনই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শহরের সমস্ত রেস্তরাঁ, পানশালা, হুকা বার, পাব, নাইট ক্লাব, মাসাজ পার্লার ও বিনোদন পার্ক রবিবার সকাল ছ’টা থেকে বন্ধ থাকবে। আগামী কিছু দিন এ ভাবেই চলার সম্ভাবনা যে প্রবল, তা মেনে নিয়ে অনেকেই বলছেন, ‘জনতা কার্ফু’র নির্দেশিকা এক দিনের জন্য হলেও মানুষই বাইরে বেরোনো এবং জমায়েত স্বেচ্ছায় এড়িয়ে চলছেন। আপাতত বিনোদনের থেকে সুরক্ষাতেই বেশি নজর সকলের।
Post a Comment