করোনা ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ, খুব তাড়াতাড়ি শুরু হবে মানুষের ওপরে প্রয়োগ


Odd বাংলা ডেস্ক:  বিশ্ববাসীর জন্য সুখবর। তৈরি হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। আমেরিকার বিখ্যাত ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসনে চলছে এই ওষুধ তৈরির কাজ। খবরটা জানিয়েছেনজনসন অ্যান্ড জনসনের চেয়ারম্যান এবং চিফ একজিকিউটিভ অফিসার অ্যালেক্স গোরস্কি। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ জোরকদমে চলছে। 




বিশ্বের অন্যতম হেলথকেয়ার সংস্থা হিসেবে পিছিয়ে নেই জনসন অ্যান্ড জনসনও। কোভিড-১৯ মহামারী ঠেকাতে ‘ভ্যাকসিন ক্যানডিডেট’ (Vaccine Candidate) তৈরির কাজ প্রায় শেষ। এর ফেজ-১ বা প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হবে সেপ্টেম্বরেই। সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের উপরে প্রয়োগ করে দেখা হবে এই ভ্যাকসিনের ক্ষমতা। অ্যালেক্সের কথায়, ভাইরাল প্রোটিনকে শনাক্ত করে মানুষের দেহকোষের অ্যান্ডিবডি তৈরির ক্ষমতা বাড়াবে এই ভ্যাকসিন। যে কোনও মারণ ভাইরাস হানা দিলে তার উপযোগী প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে মানুষের শরীরেই। এইভাবেই আগামী দিনেও মহামারী ঠেকানো সম্ভব হবে।   ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি আছে। এবং খুব তাড়াতাড়ি মানুষের ওপর এর প্রয়োগ শুরু হয়ে যাবে। 
Blogger দ্বারা পরিচালিত.